বেসরকারি অপারেটরদের জন্য প্রশিক্ষণ গাইড: পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ব্যবসা ও বিপণন

Publisher(s): ITN-BUET, SNV, CWIS-FSM Support Cell

বেসরকারি অপারেটরদের জন্য প্রশিক্ষণ গাইড: পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ব্যবসা ও বিপণন

Category(s): Training Manual

Language: Bangla

Publication Year: 2023

Document Type: PDF

কন্সিলিয়েরি প্রাইভেট লিমিটেড, ব্যবসা ও মার্কেটিং/ বিপণন প্রশিক্ষণ কোর্সটি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্ৰস্তুত করেছে। মডিউলটি তৈরিতে এসএনভি, CWIS-FSM Support Cell, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আন্তর্জাতিক ট্রেনিং নেটওয়ার্ক – বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও ফরিদপুর জেলার পৌরসভা কর্মকর্তা ও বেসরকারি অপারেটরদের মতো স্টেইকহোল্ডাররা সহায়তা করেছেন। – এই কোর্সের উদ্দেশ্য হল পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত বেসরকারি অপারেটরদের নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা এবং মার্কেটিং/ বিপণন কৌশল তৈরিতে সহায়তা করা। ২০২৩ সালের জুলাই মাসের যৌথ কর্মশালায় স্টেকহোল্ডারেরা প্রশিক্ষণ কোর্সে অন্তর্ভুক্ত করা উচিত এমন ছয়টি মডিউল এবং প্রতিটি মডিউলের জন্য বিষয়গুলি নির্ধারণ করেছিলেন (নীচে চিত্র ১ দেখুন)। এই আউটলাইনটির ভিত্তিতে, কন্সিলিয়েরি প্রাইভেট লিমিটেড একটি খসড়া প্রশিক্ষণ কোর্স তৈরি করেছে। মডিউল তৈরির সময় কিছু চিহ্নিত বিষয়বস্তুকে প্রয়োজন অনুসারে একত্রিত বা অন্য মডিউলে যোগ করা হয়েছে। খসড়া পাঠ্যক্রমটি এসএনভি ও অন্যান্য স্টেকহোল্ডাররা পর্যালোচনা করেছেন। আইটিএন-বুয়েট একটি ভ্যালিডেশন ওয়ার্কশপও আয়োজন করেছিল যেখানে মডিউলগুলি উপস্থাপন করা হয়েছিল এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ উপস্থিত স্টেকহোল্ডাররা মডিউলটির যথার্থতা যাচাই করেছিল। তাঁদের মন্তব্য ও ফিডব্যাক অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ মডিউলটি চূড়ান্ত করা হয়েছে।

কোর্সটিতে ছয়টি মডিউল রয়েছে:

১. পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ব্যবসার ধারণা
২. মার্কেট রিসার্চ পরিচালনা
৩. ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন
৪. সেবা প্রদান
৫. সেবার মার্কেটিং/ বিপণন
৬. আর্থিক ব্যবস্থাপনা মার্কেট রিসার্চ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায়

Topic

Sanitation Worker

Focus Area

FSM

Keywords

Training Guide, Private Operators, Fecal Sludge Management, Business, Marketing

Country

Bangladesh

Copyright

This is an open access work distributed under the terms of the Creative Commons Attribution License, which permits unrestricted use, distribution, and reproduction in any medium, provided the original work is properly cited.

All Metrics

217 Views

0 Downloads

0 Rating by People

Share this page on