দুর্যোগ মোকাবিলায় পানি, স্যানিটেশন ও হাইজিন প্রযুক্তিসমূহের জাতীয় সংকলন

Publisher(s): ITN-BUET, Department of Public Health Engineering (DPHE), UNICEF, WASH Cluster

দুর্যোগ মোকাবিলায় পানি, স্যানিটেশন ও হাইজিন প্রযুক্তিসমূহের জাতীয় সংকলন

Language: Bangla

Publication Year: 2023

Document Type: PDF

ISBN 13: 9789843533395

“দুর্যোগ মোকাবিলায় পানি, স্যানিটেশন ও হাইজিন প্রযুক্তিসমূহের জাতীয় সংকলন” দুর্যোগকালীন জরুরি এবং দুর্যোগ পরবর্তী তাৎক্ষণিক পুনরুদ্ধার পর্যায়ে পানি সরবরাহ,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যকম পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে গণ্য হবে। এটি স্থানীয় প্রশাসন ও নীতিনির্ধারকদের জন্য বিভিন্ন সেক্টর অংশীদার কর্তৃক বাস্তবায়িত ওয়াশ সম্পর্কিত কার্জকমগুলির সমন্বয়ে ও তত্ত্বাবধায়নে সহায়তা করবে। উপরন্তু , ওয়াশ ক্লাস্টারের সু-সমন্বিত পদ্ধতি বিভিন্ন প্রচেস্টার দ্বৈততা উল্লেখযোগ্যভাবে হ্রাস এবং একইসাথে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ পরবর্তী পূর্ণবাসন ও উন্নয়নের জন্যও সয়াহক হবে ।

এই সংকলনে উল্লেখিত পানি সরবরাহ প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে অস্থায়ী এবং দুর্যোগ সহিষ্ণু নলকূপ ব্যবস্থা, পন্ড স্যান্ড ফিল্টার, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, সুরক্ষিত পুকুরগুলি বৃষ্টির পানি সংরক্ষণ ও ডেসালিনেশন পদ্ধতি। এতে দুর্যোগের সময় ও পরে ট্রাকের মাধ্যমে পানি সরবারাহ এবং জরুরি পানি পরিশোধনের উপায়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন পানি সরবারাহ প্রযুক্তির জন্য প্রযোজ্য পূর্ণবাসন পদ্ধতিগুলোও উল্লেখ করা হয়েছে। স্যানিটেশন প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে অস্থায়ী এবং দুর্যোগ সহিষ্ণু রেইজড পিট্ ল্যাট্রিন। এছাড়াও রয়েছে বন্যা পরিস্থিতির জন্য উপযোগী ভাসমান টয়লেট এবং বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্প পরিস্থিতির জন্য প্রযোজ্য অস্থায়ী কমিউনিটি ল্যাট্রিন ও মোবাইল টয়লেট এর বর্ণনা। জরুরি পরিস্থিতে মলমূত্র অপসারণের জন্য গভীর পরিখা ল্যাট্রিন, প্লাস্টিকের কমিউনিটি ল্যাট্রিন এবং বাকেট ল্যাট্রিন এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয় কেন্দ্রের জন্য একাধিক চেম্বার পিট/ট্যাংক ভিত্তিক টয়লেট ব্যবস্থা তালিকাভুকক্ত করা হয়েছে। উল্লেখিত প্রতিটি টয়লেট /শৌচাগার প্রযুক্তির জন্য প্রযোজ্য ময়লা অপসারণ পদ্ধতিরও উল্লেখ করা হয়েছে এই সংকলনে।

Keywords

পানি, স্যানিটেশন, হাইজিন

Country

Bangladesh

Copyright

This is an open-access work distributed under the terms of the Creative Commons Attribution License, which permits unrestricted use, distribution, and reproduction in any medium, provided the original work is properly cited.

All Metrics

1602 Views

6 Downloads

0 Rating by People

Share this page on