Publisher(s): ITN-BUET
Category(s): Reports
Language: Bangla
Publication Year: 2023
Document Type: PDF
কৌশলগত স্যানিটেশন সমাধান (CWIS) পদ্ধতির অগ্রগতি ও বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ এবং নেপালে কাজ করছে ITN-BUET, যেখানে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়ে মোট আটটি শহরকে CWIS মেন্টর শহর হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ছয়টি বাংলাদেশে এবং দুটি নেপালে অবস্থিত হবে। এই মেন্টর শহরগুলো CWIS-এর ছয়টি মূল উপাদানের উপর ভিত্তি করে দক্ষ মডেল প্রদর্শনের সক্ষমতা গড়ে তোলার দিকে মনোনিবেশ করবে। তারা জ্ঞানকেন্দ্র হিসেবে কাজ করবে, বাংলাদেশ, নেপাল এবং এর বাইরের অন্যান্য শহরগুলোকে CWIS পদ্ধতি গ্রহণে সহায়তা প্রদানের জন্য সম্পদ ও দক্ষতা সরবরাহ করবে।
মেন্টর শহরগুলো CWIS-এর বিভিন্ন মানদণ্ড ও প্রয়োগ নিয়ে কার্যকর মডেল তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করবে। এ উদ্যোগের আওতায় অন্তর্ভুক্ত থাকবে পরিবর্তনশীল শাসনব্যবস্থা, ব্যবসা ও সেবা প্রদানের উন্নয়ন, নারীদের উদ্যোগ, ডিজিটাল অর্থায়ন, স্যানিটেশন পরিকল্পনায় লিঙ্গ ও সামাজিক অন্তর্ভুক্তি, কমিউনিটি এনগেজমেন্ট এবং আচরণগত পরিবর্তনের যোগাযোগ। এছাড়াও, মেন্টর শহরগুলো বিভিন্ন শহরের স্যানিটেশন প্রকল্পগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির প্রোগ্রাম আয়োজন করবে, যাতে জ্ঞান বিনিময় ও পারস্পরিক শিক্ষা নিশ্চিত হয়।
CWIS মেন্টর শহর হিসেবে সম্ভাব্য শহরগুলোর প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া ITN-BUET পরিচালিত একটি পরামর্শ কর্মশালার মাধ্যমে শুরু হয়। এতে CWIS-এর অংশীদার সংস্থাগুলি যেমন CWIS-FSM সাপোর্ট সেল, DPHE, ওয়াটারএইড বাংলাদেশ, প্র্যাকটিক্যাল অ্যাকশন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর (WSUP), এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ব্র্যাক অংশ নেয়। এসব সংস্থা CWIS খাতে ব্যাপক জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে কাজ করছে। CWIS এবং FSM সম্পর্কিত প্রকল্প ও প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে অর্জিত ব্যবহারিক অভিজ্ঞতা এবং খাত-সংক্রান্ত জ্ঞান ভিত্তিতে সম্ভাব্য মেন্টর শহরগুলোর নির্বাচন করা হয়।
বাংলাদেশের বিভিন্ন শহর CWIS-এর মেইনস্ট্রিমিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা প্রায়ই NGO এবং উন্নয়ন অংশীদারদের সহায়তায় সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ের তথ্য এবং স্টেকহোল্ডারদের সুপারিশের ভিত্তিতে, ২০২২ সালের জুন মাসে ITN-BUET আয়োজিত একটি পরামর্শ কর্মশালায় বাংলাদেশে সম্ভাব্য ১২টি মেন্টর শহর চিহ্নিত করা হয়।
এই ডকুমেন্টটি CWIS মেন্টর শহর হিসেবে কুষ্টিয়া পৌরসভার নির্দিষ্ট বিবরণ প্রদান করে।
CWIS
This is an open access work distributed under the terms of the Creative Commons Attribution License, which permits unrestricted use, distribution, and reproduction in any medium, provided the original work is properly cited.
No comment yet.