আপদ, বিপদাপন্নতা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল

Publisher(s): Department of Public Health Engineering (DPHE), ITN-BUET

আপদ, বিপদাপন্নতা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল

Category(s): Training Manual

Language: Bangla

Publication Year: 2023

Document Type: PDF

যে কোন দুর্যোগ বা জরুরী পরিস্থিতির ক্ষেত্রে পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মতো জরুরী সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা অত্যন্ত চ্যালেঞ্জের একটি কাজ । কক্সবাজারের রোহিঙ্গা সংকটও তার ব্যতিক্রম নয় । ঘনবসতিপূর্ণ ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে পানি সরবরাহ, স্যানিটেশন সুবিধা প্রদান, বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি প্রচার করা একটি বিরাট চ্যালেঞ্জ । এই বিশাল জনগোষ্ঠীর চাপে উখিয়া ও টেকনাফ উপজেলা দুটির প্রাকৃতিক, আর্থ-সামাজিক পরিবেশসহ জীবনযাত্রার মান মারাত্মক সংকটের সম্মুখীন এবং সামগ্রিকভাবে জেলার উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে । কক্সবাজার জেলার সামগ্রিক অবস্থা বিবেচনা করে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রোহিঙ্গা ক্যাম্প ও আশ্রয় প্রদানকারী উখিয়া ও টেকনাফ উপজেলাসহ সমগ্র কক্সবাজার জেলায় ‘মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্প’ বাস্তবায়ন করছে । এই প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জলবায়ু সহিষ্ণু নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য পানি নিষ্কাশন ব্যবস্থাপনা, স্যানিটেশন ব্যবস্থা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক ও জেন্ডারভিত্তিক সমন্বিত স্বাস্থ্যবিধি প্রচারসহ নানামুখি কার্যক্রম পরিচালনা করছে ।

উপরোল্লিখিত কার্যক্রমসমূহ সঠিকভাবে পরিচালনার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের সাথে যুক্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প অফিস, পরামর্শক, বাস্তবায়নকারী এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিবিধ প্রসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের জন্য আটটি প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন করা হয়েছে । “আপদ, বিপদাপন্নতা এবং ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ক ম্যানুয়াল তারই অংশ ।

এই ম্যানুয়ালের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ আপদ, বিপদাপন্নতা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা সহ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও এর প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক কাঠামো এবং জাতীয় দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা উদ্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র এবং দুর্যোগে সাড়াদানের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন । এছাড়াও কক্সবাজার জেলা ও রোহিঙ্গা ক্যাম্পের ঝুঁকি ও বিপদাপন্নতার প্রকৃত ধারণা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, সাড়াদানের প্রক্রিয়া এবং পুনর্বাসন পরিকল্পনা তৈরিকরণ সম্পর্কে প্রশিক্ষণার্থীগণ জানতে পারবেন । প্রশিক্ষণ কোর্সের শিখনকে আকর্ষণীয়, মিথস্ক্রিয়ামূলক (ইন্টার-এ্যাকটিভ), বাস্তবভিত্তিক করার জন্য বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে ।

EMCRP

Focus Area

Disaster Management

Keywords

Hazard, Vulnerability, Risk Management

Country

Bangladesh

Copyright

This is an open access work distributed under the terms of the Creative Commons Attribution License, which permits unrestricted use, distribution, and reproduction in any medium, provided the original work is properly cited.

All Metrics

503 Views

14 Downloads

0 Rating by People

Share this page on

You may be interested in