শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিষেবা প্রবর্তনে সহায়ক নির্দেশিকা

Publisher(s): Department of Public Health Engineering (DPHE)

শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিষেবা প্রবর্তনে সহায়ক নির্দেশিকা

Category(s): Reports

Language: Bangla

Publication Year: 2024

Document Type: PDF

শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (CWIS) হলো, স্যানিটেশন পরিষেবা প্রদানে একটি সর্বজনীন সামাজিক প্রক্রিয়া যা পুরো স্যানিটেশন পরিষেবা শৃঙ্খলে সমস্ত মানব বর্জ্যের নিরাপদ, কার্যকর ও টেকসই ব্যবস্থাপনা-সহ শহরাঞ্চলের সকলের পর্যাপ্ত এবং টেকসই স্যানিটেশন পরিষেবাগুলির অভিগম্যতা নিশ্চিত করে। টেকসই উন্নয়ন লক্ষ্য ৬.২ অর্জনের জন্য প্রতিটি শহরে সকলের জন্য নিরাপদ, ন্যায্যতাভিত্তিক টেকসই স্যানিটেশন পরিষেবা নিশ্চিতকরণে একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক শহর কর্তৃপক্ষের পরিকল্পিত সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয় সক্ষমতাবিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে এই শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিষেবা প্রবর্তনে সহায়ক নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।এই নির্দেশিকায় একটি শহরের প্রতিটি মানুষের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শহর কর্তৃপক্ষের সক্ষমতা বিকাশে CWIS নীতিমালা প্রবর্তনে সক্ষমতা যাচাই, পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, গ্রহণযোগ্য ব্যাবসায়িক মডেল, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তিগত সমাধান, জেন্ডার-ন্যায্যতা প্রতিষ্ঠা-সহ মাঠপর্যায়ে জনসম্পৃক্তকরণ প্রক্রিয়ার নির্দেশনাও অন্তর্ভুক্ত রয়েছে।। আমি আশা করছি, শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিষেবা প্রদানে পৌরসভা পর্যায়ে এই নির্দেশিকাটির সফল বাস্তবায়ন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ফলপ্রসু ভূমিকা রাখবে।

Focus Area

Sanitation

Copyright

This is an open access work distributed under the terms of the Creative Commons Attribution License, which permits unrestricted use, distribution, and reproduction in any medium, provided the original work is properly cited.

All Metrics

37 Views

0 Downloads

0 Rating by People

Share this page on

You may be interested in