শহর ব্যাপী সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা

Blog by DPHE

Published: 28 November, 2023

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার উপর বাস্তব সম্মত জ্ঞান প্রসারের লক্ষ্যে CWIS-FSM Support Cell কর্তৃক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ধারণাপত্র ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এ ধারণা পত্রে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি বর্ণনা করা হয়েছে।ধারণা পত্রে আধুনিক প্রযুক্তি যেমন- ওমনিপ্রসেসর, গ্যাসিফায়ার প্রযুক্তির বর্ণনা করা হয়েছে।নিচের ফ্লো-ডায়াগ্রাম এর মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি আলোকপাত করা হলো।

Share this page on

No comment yet.